বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেত্রী রত্না গ্রেপ্তার

 

সাতক্ষীরা সংবাদদাতা :  সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক এবং সংগীত শিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে নাশকতার একটি মামলায় শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

সর্বাধিক পঠিত