রবিবার, 13 জুলাই 2025
MENU
daily-fulki

প্রতীকের তালিকায় নৌকা চায় না এনসিপি

স্টাফ রিপোর্টার : নির্বাচনী পরিচালনা বিধিমালার প্রতীকের তফসিল থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানায় দলটি।

 

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। তাই গত তফসিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনি ভিত্তি আমরা ইসির কাছে তুলে ধরেছি। সিইসি বলেছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন।

দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করেন।

পাটোয়ারী বলেন, শাপলা ছাড়া আমাদের কোনো অপশন নেই। ইসি পুনর্গঠন করতে হবে। আইন অনুযায়ী যারা নিরপেক্ষভাবে কাজ করেছে তাদের রাখা সাপেক্ষে।

শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। যদি সেটা না দেওয়া হয় তার যৌক্তিক ব্যাখ্যা জনগণকে দিতে হবে। না হলে আমরা জনগণকে নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টি মোকাবিলা করবো।


News Writer

SB

সর্বাধিক পঠিত