বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

বদলে যাচ্ছে জামায়াতে ইসলামীর লোগো

 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো বদলে যাচ্ছে। শিগগিরই নতুন লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের সঙ্গে স্পেন রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় নতুন লোগো দেখা যায়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে।


আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। অবশ্য কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।’ 
তিনি আরো বলেন, ‘লোগো নিয়ে আমাদের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে সেটি আমাদের অফিশিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।

 

 

সর্বাধিক পঠিত