বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নির্বাচনি সংলাপ আজ  থেকে শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষকদের সঙ্গে পৃথক দুটি সংলাপে বসতে যাচ্ছে কমিশন। তবে কোনো এজেন্ডা ছাড়া এ সংলাপ আয়োজন করা হয়েছে। সংলাপে অংশ নেওয়া ব্যক্তিদের মতামত শুনবে কমিশন। 

 

ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক সংলাপ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল ও বিকালে দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে ৬০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

ইসি সূত্রে জানা গেছে, আজকের সংলাপে সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল­ুর রহমান ও রাশেদা কে চৌধুরী প্রমুখকে। অপরদিকে শিক্ষাবিদদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ ৩০ জনের বেশি শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে। 

আরও জানা গেছে, পুজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি।

প্রসঙ্গত, আগামী ফেব্র“য়ারির প্রথমার্ধে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশন

সর্বাধিক পঠিত