বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভারে অনুষ্ঠিত হলো গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড


স্টাফ রিপোর্টার : সাভারে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো এ এলাকার সর্ববৃহৎ তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড। শনিবার সকালে সাভার মডেল কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


প্রতিযোগিতায় সাভারের প্রায় ৮৪টি স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে গণিত ও বিজ্ঞানের নানা বিষয়ভিত্তিক প্রশ্নোত্তরে অংশ নেয়।


সাভার সাইন্স সোসাইটি এই আয়োজনের উদ্যোগ নেয়। সংগঠনটি সাভার থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলাই এই অলিম্পিয়াডের প্রধান উদ্দেশ্য।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার সাইন্স সোসাইটির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতচর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”


অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগে আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
 

সর্বাধিক পঠিত