বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে জমির বিরোধে যুবক খুন, আটক ৩



ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের ঘটনায় শাকিল হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। তাকে শুক্রবার রাতে উপর্যুপরি কোপানো হয়েছিল। এঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাইশাকান্দা ইউনিয়নের দক্ষিণ খাগাইল গ্রামে। নিহত শাকিল দক্ষিণ খাগাইল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। 


নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে,খাগাইল গ্রামের মুকুল, রুবেল, স্বপন গংদের সাথে শাকিল হোসেন গংদের জমি নিয়ে একাধিক মামলাসহ বিরোধ চলে আসছিল। এ অবস্থায় শকিল হোসেন খাগাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নির্মল কুমারের বাড়িতে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে মন্ডপ দেখে বাড়ি ফেরার পথে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে তার মাথা ও বুকে রক্তাক্ত জখম হয়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে পায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যায়। 


এ ঘটনায় নিহতের মামা সোহরাব হোসেন বাদি হয়ে ধামরাই থানায় ১২জনকে আসামি করে মামলা দায়ের করে। 
ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, জমির বিরোধে শাকিলকে খুন করা হয়েছে। এ ঘটনায় ১২জনের নামে মামলা ও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত