স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা আদায়ের লক্ষ্যে শুক্রবার বাদ আসর ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের সামনে ঢাকা জেলার উদ্যোগে পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, জামায়াত যখন কেয়ারটেকার সরকারের দাবী তুলেছিল, তখন অনেকেই বলেছিল আমরা কেয়ারটেকার সরকার বুঝি না। পরে এ দাবী বাংলাদেশের জনগণের দাবীতে পরিণত হলো। তখন সরকার কেয়াটেকার মানতে বাধ্য হলো। জামায়াতে ইসলামী এখন যখন বলছে, পিআর পদ্ধতিতে আগামীতে নির্বাচন হবে। অন্যরা বলছে তারা পিআর পদ্ধতি বুঝে না। জামায়াত দেশের স্বার্থে জনগণের স্বার্থে রাজনীতি করে। জামায়াত দূর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে চায়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জামায়াত মনোনীত ঢাকা- ১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন।
এছাড়াও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলার আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলার রাজনৈতিক সেক্রেটারী ও সাভার পৌর সভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান মোল্লা, ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস, মোঃ ইমদাদুল হক, জেলা প্রচার-মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার থানা আমীর আব্দুল কাদের, সাভার পৌর আমীর আজিজুর রহমান ও আশুলিয়া থানা আমীর বশির আহমেদসহ জেলা ও থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে বিক্ষোভ মিছিলটি সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।