পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীর গোদাগাড়ী এবং পবায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার এ কর্মসূচি পালিত হয়।
বিকালে গোদাগাড়ী পৌর ও উপজেলা জামায়াতের উদ্যোগে মহিশালবাড়ী বাজার থেকে মিছিল বের হয়। উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে মিছিল শেষ হয়। এরপর সেখানে সমাবেশ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শক্তির ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। এজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এর ফলে প্রতিটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। পাশাপাশি ফ্যাসিবাদী হয়ে ওঠার সব রাস্তা বন্ধ হয়ে যাবে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির নুমায়ন আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন- জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, গোদাগাড়ী পৌর আমির আনারুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, রাজশাহী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লহ ও রাজশাহী জেলা ছাত্রশিবিরের সভাপতি রিদুয়ান আহমেদ।
এদিকে একই দাবিতে বিকালে সাড়ে ৪টার দিকে পবার নওহাটা কলেজ মোড়ে সমাবেশ করে উপজেলা জামায়াত। পরে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।
উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ নূরুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ।
নওহাটা পৌর আমির মাওলানা সুজাউদ্দিন এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল।