রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
daily fulki
daily-fulki

২১ বছর বয়সে না ফেরার দেশে আর্সেনালের সাবেক ফুটবলার

সাবেক আর্সেনাল ফুটবলার বিলি ভিগার মাত্র ২১ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন। গত শনিবার উইঙ্গেট অ্যান্ড ফিঞ্চলির বিপক্ষে ইস্থমিয়ান লিগের ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ম্যাচ শুরু হওয়ার মাত্র ১৩ মিনিট পরই খেলা বন্ধ হয়ে যায়।

 

চিচেস্টার এক বিবৃতিতে জানায়, ‘গত শনিবার গুরুতর মস্তিষ্কে আঘাত পাওয়ার পর বিলি ভিগার কোমায় চলে গিয়েছিলেন। মঙ্গলবার তার অস্ত্রোপচার করা হয়। এতে সামান্য উন্নতি হলেও শেষ পর্যন্ত আঘাত এতটাই ভয়াবহ ছিল যে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।’

ক্লাবটি আরও জানায়, ‘সোমবারের আপডেটের পর থেকে আমরা দেখেছি, কত মানুষ বিলিকে ভালোবাসতেন। খেলাটির প্রতি তার ভালোবাসা ছিল গভীর। তার পরিবার ভেঙে পড়েছে, কারণ সে নিজের প্রিয় খেলাই খেলার সময় এমনটা ঘটেছে।’

ভিগার আর্সেনালের একাডেমিতে যোগ দেন ২০১৭ সালে। ২০২২ সালে আর্সেনালের সঙ্গে পেশাদার চুক্তি করেন। তিনি ডার্বি কাউন্টি অনূর্ধ্ব–২১ দলে ধারে খেলেছেন, খেলেছেন ইস্টবর্ন বরো ও হেস্টিংস ইউনাইটেডের হয়েও। চলতি মৌসুমের আগে তিনি চিচেস্টারে যোগ দেন। চিচেস্টার ঘোষণা করেছে, লুইসের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ স্থগিত রাখা হয়েছে।

আর্সেনাল তাদের সাবেক খেলোয়াড়কে স্মরণ করে লিখেছে, ‘চিচেস্টার সিটির ফরোয়ার্ড এবং আমাদের সাবেক একাডেমি খেলোয়াড় বিলি ভিগারের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ১৪ বছর বয়সে হোভ রিভারভেল এফসি থেকে তাকে আনা হয়েছিল। প্রথম মৌসুমেই সে ১৭ গোল করেছিল। তার গতি, শক্তি আর দৃঢ়তা সবসময়ই তাকে আলাদা করেছে। বিলি সবসময় মনে রাখবেন তার সতীর্থ ও কোচরা। আমাদের গভীর সমবেদনা ভিগার পরিবারের প্রতি।’

সর্বাধিক পঠিত