বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

গকসু নির্বাচন: এজেন্ট-সাংবাদিক ছাড়াই ভোটগণনা, শিক্ষার্থীদের ক্ষোভ

 

স্টাফ রিপোর্টার : গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ভোটগণনা প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অস্বচ্ছ প্রক্রিয়ায় ‘বদ্ধভাবে’ ভোটগণনা চলছে এবং গণনাস্থলে কোনো প্রার্থীর এজেন্ট, প্রার্থী কিংবা সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি। এতে পক্ষপাতিত্বের শঙ্কা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেলে ভোটগণনা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংবাদিক ও প্রার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে চাপের মুখে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পাঁচজন সাংবাদিককে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তাদের ছবি তোলা ও সরাসরি গণনা পর্যবেক্ষণে বাধা দেওয়া হয়।

 

ভিপি প্রার্থী শেখ খোদার নুর ইসলাম অভিযোগ করেন, “ভোটগণনায় প্রার্থীদের থাকতে দেওয়া হয়নি। শিক্ষকরা নিজেরা ভোট গুণছেন। এতে আস্থা রাখা কঠিন। আমার ভোট আমার খাতায় গণনা হচ্ছে কিনা সেটা জানার অধিকার আমার আছে।”

 

অন্যদিকে নির্বাচন কমিশনের মুখপাত্র ড. ফুয়াদ হোসেন জানান, প্রতিটি কেন্দ্রে ছয়জন শিক্ষক দায়িত্বে আছেন এবং তারা ভোটগণনা শেষে স্বাক্ষরিত ফলাফল কন্ট্রোল রুমে জমা দিচ্ছেন। 


নির্বাচন কমিশনার ডা. মো. জামিলুর রহমান দাবি করেন, শিক্ষার্থীদের সঙ্গে আগেই সমঝোতা হয়েছিল যে কোনো এজেন্ট থাকবে না এবং কারচুপির সুযোগ নেই।

তবে শিক্ষার্থী ও সাংবাদিকদের অভিযোগ, প্রক্রিয়াটি অস্বচ্ছ হওয়ায় গকসু নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

 

সর্বাধিক পঠিত