ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৯ টায় কুড়িগ্রাম পৌরসভার সুজামের মোড় স্থানে একটি মোটরসাইকেলে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে ধাওয়া করলে গাঁজার প্যাকেটসহ মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
এসময় সেনাবাহিনীর ৭২ ব্রিগেডিয়ার ২২ বীর মেজর শাহরিয়ার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাদকের চালানটি আটক সক্ষম হয়।
পরে সাংবাদিকদের ব্রিফকালে চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।