বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

কল্যাণপুর কেয়ারি বুরুজের ফ্ল্যাটে চলছিল অস্ত্র-মাদক বেচাকেনা

 

স্টাফ রিপোর্টার : কল্যাণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন কেয়ারী বুরুজ অ্যাপার্টমেন্ট থেকে একটি দোনলা বিদেশি বন্দুক, বিপুল পরিমাণ লিড বুলেট ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর দল কেয়ারী বুরুজ অ্যাপার্টমেন্টে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতের নাম মো. আজগর হোসেন (৩০)। তিনি চট্টগ্রাম চন্দনাইশের উত্তর মুরাদাবাদের আতিকুর রহমানের ছেলে।


র‌্যাব-১১ এর অপস্. অফিসার মো. গোলাম মোর্শেদ জানান, কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কেয়ারী বুরুজ অ্যাপার্টমেন্টের ১৩ তলার দুটি ফ্ল্যাটে অবস্থান করে কিছু অসাধু ব্যক্তি অস্ত্র ক্রয়-বিক্রয় ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ অভিযান পরিচালনা করে। অভিযানে  ট্রাংকের ভেতর থেকে ১টি দোনলা বিদেশি বন্দুক, ৫০টি লিড কার্তুজ, ৩টি সুইচ গিয়ার এবং অ্যাপার্টমেন্টের গ্যারেজ থেকে ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ফ্ল্যাটে অবস্থান করে তারা মাদক ব্যবসা ও সেবন করত— এ রকম অনেক প্রমাণ পাওয়া যায়। পরবর্তী সময়ে আজগরকে জিজ্ঞাসাবাদ এবং উপস্থিত জনতার তথ্যমতে, একই অ্যাপার্টমেন্টের পার্শ্ববর্তী তৌহিদ সরকার রবির (৩৫) ভাড়া বাসাটি তল্লাশি করে ১৩.৫ কেজি গাঁজা, নগদ ৭ লাখ ৫৫ হাজার টাকা, বৈদেশিক মুদ্রা ৫ রিয়াল, ১০ ডলার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।


স্থানীয় প্রতিবেশীদের বরাতে র‍্যাব জানায়, তৌহিদ সরকার রবি (৩৫) এবং পাপিয়া আক্তার দোলা (২৩) দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের পাশাপাশি অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

গ্রেপ্তার আজগর জিজ্ঞাসাবাদে জানান, তারা পরস্পর যোগসাজশে অস্ত্র ক্রয়-বিক্রয়, মাদকদ্রব্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করতেন। এই চক্রের অন্যান্য সদস্য তৌহিদ সরকার রবি, পাপিয়া আক্তার দোলা এবং বাবুকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় দারুসসালাম থানায় একটি অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত