রবিবার, 13 জুলাই 2025
MENU
daily-fulki

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় যুবলীগ নেতা নুরুল গ্রেফতার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পতিত ফ্যাসিস্ট আওয়ামি লীগের সরকারের সময়কালে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ও সাধারণ নাগরিকদের ওপর অত্যাচারকারী এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত, সাধারণ জনগণের ওপর নির্যাতনকারী ভূরুঙ্গামারী শিলখুড়ি ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ইউনিয়ন সভাপতি, ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সহযোগী দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ নুরুল ইসলাম (৪৬)কে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসলে ছাত্র-জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

গ্রেফতারকৃত নুরুল ইসলামের বাবা ছিলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলী, যিনি একসময় ইউপি ওয়ার্ড সদস্য এবং সাবরেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বোন মোছাঃ সুলতানা রাজিয়া রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  হিসেবে দায়িত্ব পালন করছেন। নুরুল ইসলামের মেয়ে ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে নাশকতা সংক্রান্ত মামলা ও অভিযোগ রয়েছে। তাঁকে শনিবার (১২ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।


News Writer

SB

সর্বাধিক পঠিত