রবিবার, 13 জুলাই 2025
MENU
daily-fulki

সিংগাইর সামান্য বৃষ্টিতে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পানিত ডুবে পুকুর!


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : চার পাশে অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণ। নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতে ডুবে যায় মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ।  
সরেজমিনে শনিবার (১২ জুলাই) সকালে দেখা গেছে, পুরো বিদ্যালয়ের মাঠ জুড়ে থৈ থৈ পানি। বিদ্যালয়ের মাঠে পশ্চিম পাশে রয়েছে পৌর সভার প্রধান সড়ক শহিদ রফিক স্মরণী, পশ্চিম উত্তরে রয়েছে পৌর বাজার। সড়ক ও বাজার থেকে বিদ্যালয়ের মাঠ নিচু ও পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে মাঠে পানি জমে গেছে। মাঠে পানি জমার বিষয়টি শুধু এক-দুই দিনের নয় বহুদিন ধরেই এমননিভাবে হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। 
তারা আরো বলেন, মাঠের আশপাশে গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে ঘর-বাড়ি। বৃষ্টি শুরু হলে চারদিকের পানি এসে মাঠ প্লাবিত হয়ে যায়। এতে মাঠের দক্ষিণ পাশের দোকানগুলোও পানিতে ডুবে যায়। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠের ৮-১০টি দোকান পানিতে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। 
চায়ের দোকানদার রাজিব ও মাসুদ রানা জানান, বৃষ্টি হলে বেচাকেনাতো দূরের কথা দোকানে পানি আসায় মালামাল ও নষ্ট হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় বলেও অন্যান্য ব্যবসায়ীরা জানান। 
অন্যদিকে, পানি জমে থাকায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মাঠ দিয়ে চলাচল করতে পারছেন না। অনেকে হাটু পানি ভেঙ্গে বিদ্যালয়ে যাতায়াত করছে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। দীর্ঘ সময় পানি জমে থাকার ফলে মাঠের ঘাস ও আগাছা পঁচে দুর্গন্ধ ছড়ায়। এতে মশার বংশ বিস্তার করছে। ফলে অতি সহজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গু। দ্রুত বিদ্যালয়ের মাঠ সংস্কার করে পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন পৌরসভার বাসিন্দারা। 
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এ কেএম. আরিফুর রহমান শিক্ষার্থীদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, আমার স্কুলে সাড়ে ৮শ’ ছাত্র-ছাত্রীর খেলাধুলা ব্যাহত হচ্ছে। পানি বের করার চেষ্টা করছি। ইউএনও স্যারের সঙ্গে কথা বলে এর একটা সমাধান করতে হবে। 
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. কামরুল হাসান সোহাগ জানান, স্কুলের পাশের ডোবা বন্ধ হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এর একটা উপায় বের করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।
 


News Writer

SB

সর্বাধিক পঠিত