জুলাই গণঅভ্যুত্থানে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মালেককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকার মৃত আমিন আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি আব্দুল মালেককে জয়পুরা বাজার থেকে গ্রেফতার করা হয়। তিনি সাদ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি। গভীর ও সূক্ষ্মভাবে তদন্তে সাদ হত্যায় আব্দুল মালেকের জড়িত থাকার বিষয়টি উঠে আসে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন পুলিশের গুলিতে আহত হন কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ। এরপর তিন দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ৮ আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ ৮১ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মালেককে গ্রেফতার করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।