বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

রাগাসার আঘাতের পর স্বাভাবিক জীবনে ফিরছে হংকং

 


ফুলকি ডেস্ক : বিশ্বের এ বছরের সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কারণে ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ফের শুরু হয়েছে, খুলেছে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান, চালু হয়েছে পরিবহন সেবা।

সুপার টাইফুন রাগাসা মঙ্গলবার বিকালে জনবহুল শহরটিতে আছড়ে পড়ার পর থেকে গুরুত্বপূর্ণ এ আর্থিক হাবটি কার্যত স্থবির হয়ে পড়েছিল।

হংকংয়ের আগে ফিলিপিন্সের উত্তরে ও তাইওয়ানে তাণ্ডব চালায় রাগাসা, কেড়ে নেয় অন্তত ১৫ জনের প্রাণ। হংকংয়ের পর বুধবার এটি আছড়ে পড়ে দক্ষিণাঞ্চলীয় চীনা শহর ইয়াংজিয়াংয়ে।


কর্তৃপক্ষ বুধবারের বেশিরভাগ সময়জুড়ে সর্বোচ্চ টাইফুন সতর্কতা সঙ্কেত ১০ জারি রাখার পরও তুমুল এ ঘূর্ণিঝড়ের কারণে হংকংয়ে শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শহর ছেড়ে চলে যাওয়ার পর দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়ায় বৃহস্পতিবার সতর্কতা সঙ্কেত ৩-এ নেমে এসেছে। এ কারণে কিছু কিন্ডারগার্টেন ও স্কুল খুলে দেওয়া হয়েছে।

বুধবার হংকংয়ের পূর্ব ও দক্ষিণ উপকূলীয় এলাকায় বিশাল বিশাল সব ঢেউ আছড়ে পড়ে, বিস্তীর্ণ বন্যায় কিছু সড়ক এবং আবাসিক এলাকাও তলিয়ে যায়।


ঢেউ দক্ষিণে অবস্থিত ফুলারটন হোটেলের ভেতরে ঢুকে পড়ে, কাঁচের দরজা ভেঙে দেয়. লবি প্লাবিত হয়। তবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি, হোটেলটির কার্যক্রম স্বাভাবিক আছে।

হংকংয়ের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ফ্লাইট পুনরায় চালু হয়েছে, তিনটি রানওয়ের সবগুলোই পর্যায়ক্রমে চালু করা হবে। ৩৬ ঘণ্টা কার্যক্রম বন্ধ থাকায় বৃহস্পতিবার ও শুক্রবার বিমানবন্দরটি ব্যস্ত সময় পার করবে বলেই অনুমান করা হচ্ছে।

ধসে পড়া সড়কগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে জানিয়ে চীনা এ শহরটির কর্তৃপক্ষ বলেছে, ভেঙে পড়া হাজারের বেশি গাছ সরানো ও ৮৫টি বন্যার ঘটনায় সাড়া দেওয়ার চেষ্টা চলছে।


রাগাসা আঘাত হানার আগে সোমবার নিচু এলাকার বাসিন্দাদের বালির ব্যাগ দিয়েছিল কর্তৃপক্ষ, যেন তারা বাড়ি ও এর আশপাশে প্রতিরোধ সক্ষমতা বাড়াতে পারে। অনেকেই নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ করায় সুপার মার্কেটগুলোর তাক খালি হয়ে গিয়েছিল, কাঁচাবাজারে শাকসব্জীর দামও বেড়ে গিয়েছিল।

 

সর্বাধিক পঠিত