বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

হেমায়েতপুরের অস্ত্রের মুখে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ ১৫ লাখসহ ৪০ ভরি গহনা লুট


স্টাফ রিপোর্টার : সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় ভোররাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সাত থেকে আটজনের ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে ৪৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় ১৫ লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে।


মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঘটনাটি ঘটেছে স্থানীয় ব্যবসায়ী শাহজাহানের বাড়িতে।


বাড়ির লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতেরা বাড়ির নিচতলার বারান্দার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে।


এ সময় ব্যবসায়ী শাহজাহানকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর স্ত্রীর গলা ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেয়। পরে পরিবারের সদস্যদের হাত বেঁধে ফেলে আলমীরাসহ তিনটি কক্ষ তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।


ব্যবসায়ী শাহজাহান জানান, ডাকাতেরা চলে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে। কাউকে চিনতে পেরে নাম প্রকাশ করলে হত্যার হুমকিও দিয়েছে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে যান। সাভারের হেমায়েতপুরের ট্যানারী ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ সিরাজুল ইসলাম সবুজ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে। 


সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিয়া বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।


উল্লেখ্য, গত মাসের ২৩ আগস্ট একই ইউনিয়নের হেমায়েতপুরের আলমনগরে সুগন্ধা হাউজিং সোসাইটির নাসির উদ্দিনের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে গেছে।

 

সর্বাধিক পঠিত