স্টাফ রিপোর্টার : সাাভার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জসীম উদ্দিন আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আজগর হোসেনকে যুগ্মআহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত সাাভার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অন্যান্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সরকার, বীর মুক্তিযোদ্ধা মোসলেউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আলীম।
বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ইমুর মৃত্যুতে শোক
বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ইমু’র মৃত্যুতে গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন নবগঠিত সাাভার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। সাাভার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জসীম উদ্দিন, যুগ্মআহবায়ক বীর মুক্তিযোদ্ধা আজগর হোসেন ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন এক বিবৃতিতে বলেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ইমু গত ১৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে সাভার থানা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে সাভার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি। আমরা তাঁর বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।