বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের মতবিনিময়


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। 


বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটারদিকে উপজেলা সরকারি কমিশনারের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সহকারি কমিশনার (ভূমি)  মোঃ হাবেল উদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি জমির জলাবদ্ধতা এবং মাটি কেটে কেউ যাতে কৃষি জমি ধ্বংস না করতে পারে সে বিষয়ে করণীয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।


এছাড়াও তার আওতায় সমাধানযোগ্য উপজেলার বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় আরও বক্তব্য ভারপ্রাপ্ত কানুন গো মোঃ আবু সাঈদ।


মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন-সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি মোঃ রাকিবুল হাছান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তানভীর, ইংরেজি দৈনিক দ্য টাইমস অব বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এবং দৈনিক ফুলকি স্টাফ রিপোর্টার মোঃ মাসুম বাদশাহ, সাপ্তাহিক সংবাদ জমিন সম্পাদক মোঃ কোহিনুর ইসলাম রাব্বি,  দৈনিক জবাবদিহি প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আতাউর রহমান। 


এ সময় আরো উপস্থিত ছিলেন, সিংগাইর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও মানবকন্ঠ প্রতিনিধি মোঃ মোস্তাক আহমেদ, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাবাজার প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক আনন্দ বাজার প্রতিনিধি মোঃ ইয়াকুব হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, সদস্য মোহাম্মদ আলী রিপন ও সহযোগী সদস্য এবং দৈনিক আজকের খবর প্রতিনিধি মোঃ রিপন হোসেন।
 

সর্বাধিক পঠিত