রবিবার, 13 জুলাই 2025
MENU
daily-fulki

সাভারে এনসিপির চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : রাজধানীর মিটফোর্ডে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনাসহ দেশব্যাপী চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার (১২ জুলাই) বিকাল ৫টায় সাভার পৌর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার সামনে ইয়ামিন চত্বরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সেঁজুতি হোসাইন ও ফারদিন আবির, শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ইমন, রিয়াদ এবং ঢাকা জেলা উত্তর এনসিপি’র মূল দলের সকল নেতাকর্মী।


এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে বক্তারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


তারা বলেন, “দেশে অরাজকতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করে যারা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জীবন হুমকির মুখে ফেলছে, তাদের রুখতেই হবে।”


দল-মত নির্বিশেষে সচেতন নাগরিকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি একটি শক্তিশালী বার্তা দেয়-বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই।

 

 


News Writer

SB

সর্বাধিক পঠিত