বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

গাজীপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলা


স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় রুবেলসহ আরও তিনজন আহত হন।


জানা গেছে, রুবেল আহমেদ প্রিন্সসহ কয়েকজন কেপিজে মেমোরিয়াল হাসপাতালের পাশে কাশফুল দেখতে গেলে কয়েকজন যুবক তাদের বাধা দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স বলেন, ‘কাশফুল ছেঁড়া নিয়ে তর্কাতর্কির জেরে সন্ত্রাসীরা এলোপাথাড়ি মারধর করে। এতে আমরা হাত ও মাথায় আঘাত পেয়েছি।’


কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনেছি। দোষীদের গ্রেফতারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 

সর্বাধিক পঠিত