ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : মাদকবিরোধী অভিযান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ।
সোমবার কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
জানা যায়, ২০২৫ সালের মে ও জুন মাসে ভূরুঙ্গামারী থানা এলাকায় মাদক উদ্ধার, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অগ্রগতি এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে দক্ষতার পরিচয় দেন ওসি আল হেলাল মাহমুদ। সংশ্লিষ্ট মহলের মতে, তাঁর পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনবান্ধব আচরণ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়িয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, জেলার প্রতিটি থানাকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে একটি নিরাপদ কুড়িগ্রাম হিসেবে গড়ে তুলতে হবে। সন্ত্রাসবাদ, মাদক, সাম্প্রদায়িক উস্কানি ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সাহস, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখা জরুরি।
সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানার চলমান মামলাসমূহের অগ্রগতি, অপরাধ চিত্র ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার জেলার বিভিন্ন থানা থেকে আসা অফিসারদের উৎসাহিত করতে ভালো কাজের স্বীকৃতি দেন।
উল্লেখ্য, ওসি আল হেলাল মাহমুদ পূর্বেও বিভিন্ন থানায় দায়িত্ব পালনকালে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ভূরুঙ্গামারী থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।