বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের, একাদশে আসতে পারে বিশাল পরিবর্তন

পাকিস্তানের সুপার ফোরের যাত্রাটা মোটেও ভালো হয়নি। ভারতের কাছে হেরে দলটা চলে গেছে খাদের কিনারে। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটা না জিতলেই বেজে যেতে পারে বিদায়ঘণ্টা। ফলে সালমান আলী আগার দলের জন্য এই ম্যাচ রীতিমতো বাঁচা মরার লড়াই।

 

এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। তার কারণ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা। সে ম্যাচে পাকিস্তান লড়াই করেছে বটে। কিন্তু একাদশ নিখুঁত ছিল কি না, তা নিয়ে আলোচনা, সমালোচনা আছে বেশ। যার ফলে আজকের ম্যাচে একাদশে বড় পরিবর্তন আসতে পারে। 

এবারের টুর্নামেন্টে পাকিস্তান শুরু থেকেই একাদশ নিয়ে থিতু হতে পারছে না। প্রতি ম্যাচে পরিবর্তন আসছেই। ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে হাসান নওয়াজকে জায়গা হারাতে হয়েছিল।

তবে তার জায়গায় যিনি এসেছেন, সেই হুসেইন তালাতের পারফর্ম্যান্সও দলের খেলায় ইতিবাচক নয়, নেতিবাচক প্রভাবই ফেলেছিল। ফলে তাকে আজ একাদশ থেকে বাদ দিতে পারে পাকিস্তান। দলে ফিরতে পারেন হাসান নওয়াজ।

এদিকে পাকিস্তান এই ম্যাচে বাড়তি স্পিনারও খেলাতে পারে। সেক্ষেত্রে দলে আসতে পারেন সুফিয়ান মুকিম। অফ ফর্মে থাকা শাহীন আফ্রিদি জায়গা হারাতে পারেন একাদশ থেকে।

সম্ভাব্য একাদশ–
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, আবরার আহমেদ, সুফিয়ান মুকিম।

সর্বাধিক পঠিত