ফুলকি ডেস্ক : অনুমতি ছাড়া মাছ ধরায় এক বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে সৌদি আরবের বর্ডার গার্ডের উপকূলীয় টহল বাহিনী। তাকে আসির প্রদেশের আল-কাহমা উপকূল থেকে আটক করা হয়েছে।
সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, অনুমতি ছাড়া মাছ ধরে তিনি রাজ্যের সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন। তাকে একাধিক মাছসহ আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
সৌদি বর্ডার গার্ড সকল বাসিন্দা ও ভিজিটরদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা সামুদ্রিক নিরাপত্তা আইন ও বিধিনিষেধ মেনে চলেন। আইনগুলো দেশটির সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য প্রণীত।