ধামরাই প্রতিনিধি : আসছে বাঙালি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজ নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই বছর ঢাকার ধামরাই উপজেলায় ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ১৯৮টি মন্দির-মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মন্দিরে-মণ্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা। মাটির প্রলেপ ও রং দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমাগুলো। কয়েকদিন পরই রং-তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করা হবে এই সব প্রতিমা।
এসব পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে ধামরাই থানা পুলিশ ও আনসার বাহিনী। এমনটি আশ্বাস দিয়েছেন ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, প্রতিটি পূজা মণ্ডপে থাকবে সিসিটিভির ক্যামেরা। মোতায়েন থাকবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
পুরোহিত অপু চন্দ্র বলেন, এই বছর পঞ্জিকা মতে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। বাঙালী হিন্দু সম্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। এবার দেবী দুর্গা গর্জে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে করে গমন করবেন। ধামরাই উপজেলার হিন্দু সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তৈরি করছে দেবী দুর্গাকে।
ধামরাই উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নন্দ গোপাল বলেন, শারদীয় দুর্গাপূজা ও দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে প্রত্যেকটি পূজা মন্দিরে স্থানীয়ভাবে পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. অজিত কুমার বসাক বলেন, এবার দুর্গা পূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে। প্রতিটি দুর্গাপূজার মন্দিরের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হবে, যাতে করে কোন ধরণের নাশকতা কেউ করতে না পারে।
এই বিষয়ে ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, এবার ধামরাই উপজেলায় ১টি পৌরসভাসহ ১৬টি ইউনিয়নে ১৯৮টি মন্দির-মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শারদীয় দুর্গোৎসবকে আনন্দময় করতে আমাদের পুলিশের পাশাপাশি আনসার সদস্য নিয়মিত দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজা মন্দিরে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে ধামরাই ইউএনও মামনুন আহম্মেদ অনীক বলেন, প্রতিবছরের ন্যায় এবার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ১৯৮টি মন্দিরে-মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে থাকবে। আমরা এর সকল প্রস্তুতি গ্রহণ করেছি।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভির ক্যামেরা লাগানো হবে মণ্ডপ কমিটির পক্ষ থেকে। সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। কোন পূজা মণ্ডপেই কোন মাস্তান বা বখাটেদের কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।