স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চাঁপাইন রোড সংলগ্ন ডগরমোড়া ও শাহিবাগ ঢালে প্রকাশ্যে চলছে মাদকের রমরমা বেচাকেনা। সাভার মডেল কলেজের আশপাশে বিকেল হলেই জমে ওঠে মাদকের হাট। কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বিভিন্ন বয়সী মানুষ লাইন ধরে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য কিনতে আসেন।
অভিযোগ উঠেছে, প্রশাসনের নিরবতায় এই পরিস্থিতিকে দিন দিন মাদক ব্যবসাকে রমরমা করে তুলছে। স্থানীয়দের মতে, প্রশাসনের কেউ না কেউ হয়তো এই চক্রের সঙ্গে জড়িত, তাই এতদিনেও কোনো বড় ধরনের অভিযান হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিকদার নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রি করে আসছেন। তার মূল ব্যবসার এলাকা মডেল কলেজের ঢাল ও ডগরমোড়া, শাহিবাগ ঢাল সংলগ্ন অংশ।
এলাকাবাসী জানান, শিকদারের প্রধান ক্রেতা হচ্ছেন উঠতি বয়সী তরুণরা, যাদের অনেকেই স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। এছাড়াও ওই এলাকায় আলাউদ্দিন এবং নাসিমাসহ আরো কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছে বলে জানা যায়। তারা দীর্ঘদিন ধরেই এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং স্থানীয়ভাবে প্রভাবশালী বলেই পরিচিত।
তবে এক সময় এই মাদক ব্যবসা স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ও প্রশাসনের কিছু কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করা হতো বলে অভিযোগ রয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন মাদক বিক্রি বন্ধ থাকলেও অল্প সময়ের ব্যবধানে আবারও পুরনো চক্রটি সক্রিয় হয়ে ওঠে।
স্থানীয় একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রকাশ্যে দিনের আলোয় মাদক বেচাকেনা হচ্ছে। আমরা প্রতিবাদ করতে সাহস পাই না। আগের সরকারের সময় প্রশাসন আর রাজনৈতিক কিছু নেতাকে ম্যানেজ করেই প্রকাশ্যে ব্যবসা চালিয়েছে শিকদার। এখনো রাস্তার উপর বুক চিতিয়ে সাথে মাদক ব্যবসা করছেন তিনি।”
চাপাইন সড়কের এক ব্যবসায়ী জানান, “৫ আগস্ট সরকার পতনের পর কয়েক সপ্তাহ এলাকায় শান্তি ফিরেছিল। তখন মাদক বেচাকেনা বন্ধ ছিল। কিন্তু কয়েক সপ্তাহ না যেতেই পুরোনো চক্র আবারও সক্রিয় হয়ে ওঠে।”
একজন স্থানীয় অভিভাবক জানান, “আমাদের সন্তানরা এই এলাকায় নিরাপদ নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে প্রকাশ্যে মাদক বিক্রি হয়-এটা ভাবতেই কষ্ট হয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সমাজের ভবিষ্যৎ অন্ধকার দেখছি।”
মনিরুল ইসলাম নামের এক বাসিন্দা জানান, “ডগরমোড়ার এখন মাদকসেবীদের অভয়ারণ্য। এটা শুধু এই এলাকার সমস্যা না, পুরো সমাজের জন্য ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
সাভারের মতো একটি গুরুত্বপূর্ণ শহরের কেন্দ্রে এমন দুঃসাহসিকভাবে মাদক ব্যবসা চলা প্রশাসনের নজরদারীকে প্রশ্নবিদ্ধ করছে। এলাকাবাসীর দাবি, এই ভয়াবহ অবস্থা থেকে সমাজকে রক্ষা করতে হলে এখনই কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে-না হলে সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তরুণ সমাজের জন্য