স্টাফ রিপোর্টার : পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোন ধরণের অপশাসন জনগণ মেনে নেবে না। জনগণ আগের চেয়ে অধিক সংগঠিত। বিভিন্ন জায়গায় মানুষ সংগঠিত হয়ে অন্যায়ের প্রতিবাদ করছে। তিনি বলেন, আমরা একটা পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে চাই। সরকার ব্যর্থ হলে জনগণ ব্যর্থ হয়ে যায়। আবার জনগণ ব্যর্থ হলে সরকার ব্যর্থ হয়ে যায়। তাই জনগণের সাথে প্রশাসনের মনস্তান্ত্রিক দূরত্ব ক্ষমতা কেন্দ্রিক টিকিয়ে রেখে সুশাসন করা যাবে না।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ মাঠে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১২টি ইউনিয়নে এক দিনে এক লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
সৈয়দা রিজওয়ানা হাসান এসময় আরও বলেন, একটা দেশ একভাবে ৫৩ বছর চলেছে। এতো দীর্ঘ যাত্রা দেড় দুই বছরে সহজেই পরিবর্তিত হয়ে যায় না। কিš‘ পরিবর্তন যদি খেয়াল করেন, তাহলে দেখবেন পরিবর্তন শুরু হয়েছে। অনেকে বলেন, পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে আমরা ব্যর্থ, কিš‘ আমি বলি, আমরা ব্যর্থ নই।
তিনি আরও বলেন, সাভারের কর্ণপাড়া খাল ও তুরাগ নদী দখল এবং দূষণ রোধে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বুড়িগঙ্গা নদীর নীচে সাত স্তরে পলিথিন আছে। পলিথিনগুলো তুলবো কেমন করে, রাখবো কোথায় এগুলো না ভেবে বুড়িগঙ্গায় হাত দেওয়া যা”েছ।
তিনি আরও বলেন, আমি অনেকের নিকট গিয়েছি। কেউ রাজী হ”েছ না। এটা এতদিন শুরু করা যায়নি কারণ পরিবেশ অধিদপ্তরে ম্যাজিস্ট্রেট মাত্র চার’জন। তিনি প্রশ্ন রেখে বলেন, নদী দূষণ রোধ করবো? নাকি শিল্প দূষণ রোধ করবো ? নাকি ইট ভাটা দূষণ রোধ করবো ? তবে আমাদের আপ্রাণ চেষ্টা চলছে। আমিনবাজারের বর্জ্য কিভাবে সড়িয়ে কি পদ্ধতিতে শেষ করা হয় সেটা চীন ও দক্ষিণ কোরিয়ার সাথে কথা বলা হ”েছ। তবে আমিনবাজার ও ট্যানারি শিল্প নগরীর অনিয়মগুলো সরকারের কর্ম পরিকল্পনার মধ্যে আছে।
তিনি আরও বলেন, নদী দখল হ”েছ এবং শিল্প কারখানার বর্জ্য নদীতে ফেলা হ”েছ। নদী দূর্ষণ করে অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের চাকরি দি”েছ। কিন্তু নদী তো কোটি মানুষকে বাঁচিয়ে রাখে। ঢাকার নদীগুলো থেকে মানুষ তো মাছ খেয়ে থাকতো। সেই মাছ এখন নেই। বরং দূষিত পানি মানুষকে ক্ষতি করছে। দূষণ রোধে তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, সাভার উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার প্রমুখ বক্তব্য রাখেন।