বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সুদমুক্ত সমাজ ব্যবস্থা গড়তে ব্যবসায়ীদের একসাথে লড়াই করতে হবে : মুহাম্মদ শহিদুল ইসলাম


স্টাফ রিপোর্টার : ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেছেন, আখেরাতে আল্লাহ ভীরু, সৎ ব্যবসায়ীরা নবী-রাসূল ও শহীদদের সাথে বসবাস করবেন। তাই সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে ব্যবসা পরিচালনা করতে হবে। সুদমুক্ত সমাজ ব্যবস্থা গড়তে হলে সকল ব্যবসায়ীদের একসাথে সুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সকল ব্যাংককে সুদমুক্ত বিনিয়োগ ব্যবস্থার সিস্টেম চালু করতে হবে। 


ঢাকা জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (২০ সেপ্টেম্বর) সাভার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের ঢাকা জেলা সভাপতি আলহাজ¦ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (কেন্দ্রীয়) জেনারেল সেক্রেটারী ডা. আনোয়ারুল আযীম, আইবিডব্লিউএফ-এর ঢাকা জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। 


মুহাম্মদ শহিদুল ইসলাম এ সময় আরও বলেন, সাধারণত ব্যবসায়ীরা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করে থাকেন। সেজন্য ব্যবসায়ীদের ইসলামি সমাজ ব্যবস্থা বিনির্মাণে আরও এগিয়ে আসার আহবান জানান। 


প্রধান অতিথি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, দান-ছাদকা করতে হবে হাত খুলে, আর হিসাব করবে কঠিনভাবে। ব্যবসা এক সময় লস হবে, আবার লাভও হবে। লস হলে ধৈর্য ধরে সামনে এগিয়ে গেলে অব্যশই একদিন সফল ব্যবসায়ী হওয়া সম্ভব হবে। 


সম্মেলনে ঢাকা জেলার ৫টি আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) মাওলানা মো. আফজাল হোসাইন, ঢাকা-২০ (ধামরাই) মাওলানা মোঃ আব্দুর রউফ, ঢাকা-২ ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান, ঢাকা-৩ অধ্যক্ষ মোঃ শাহীনুল ইসলাম ও ঢাকা-১ ব্যারিস্টার নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
ঢাকা জেলা ব্যবসায়ীদের বৃহৎ এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ এর-ঢাকা দক্ষিণ অঞ্চলের সভাপতি মোঃ জামাল উদ্দিন, ঢাকা অঞ্চলের সেক্রেটারী গোলাম সরোয়ার সাঈদ। 


এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত নেতা এডভোকেট শহিদুল ইসলাম, জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইবিডব্লিউএফ এর উপদেষ্টা মাওলানা শাহাদাৎ হোসাইন, এবিএম কামাল হোসাইন, লুৎফর রহমান মোল্লা, অধ্যক্ষ তৌহিদ হোসেন, আসাদুজ্জামান জীম প্রমুখ।
 

 

সর্বাধিক পঠিত