বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

রোহিঙ্গা ইস্যু সমাধান পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ: পররাষ্ট্র সচিব

স্টাফ রিপোর্টার : বর্তমানে রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য সমাধান না থাকাকে দেশের জন্য ‘কঠিনতম সংকট’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শুক্রবার রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল রূপসী বাংলা বলরুমে আয়োজিত দুই দিনব্যাপী ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রোহিঙ্গা সমস্যার কোনো কার্যকর সমাধান আমাদের হাতে নেই। যত দিন যাচ্ছে, সমস্যা তত দীর্ঘায়িত হচ্ছে। আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর শিশু ও তরুণের সংখ্যা দ্রুত বেড়ে গেছে। এই পরবর্তী প্রজন্ম আশ্রয়-ক্যাম্পের জীবন মেনে নেবে কিনা—এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সমস্যার প্রকোপ এতোটাই বাড়ছে, যা শুধু বাংলাদেশ নয়, পুরো আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে প্রভাব ফেলতে চলেছে।”

তিনি আরও বলেন, যখন রোহিঙ্গারা প্রথম বাংলাদেশে প্রবেশ শুরু করে, তখন অনেকেই মনে করেছিল এটি সাময়িক সমস্যা। তবে তিনি সতর্ক করেছিলেন যে, মিয়ানমারের লক্ষ্য হলো রোহিঙ্গাদের সম্পূর্ণভাবে রোহিঙ্গাশূন্য করা। সেজন্য প্রত্যর্পণের সম্ভাবনা সীমিত।

তৌহিদ হোসেন আন্তর্জাতিক প্রেক্ষাপটও তুলে ধরেন। তিনি বলেন, সাম্প্রতিক বিশ্বরাজনীতি দ্রুত পরিবর্তনশীল। গাজায় ইসরায়েলি গণহত্যা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো কাঠামোগত সংঘাত থেকে শুরু করে হুটহাট যুদ্ধাবস্থা সৃষ্টি হচ্ছে, যা ভূরাজনৈতিক বাস্তবতার কারণে। পাশাপাশি ভারত ও আমেরিকার দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক হুট করে পরিবর্তিত হয়ে ভারত-চীনের নতুন অবস্থান তৈরি করেছে। এই পরিবর্তন এশিয়ার ভূ-রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করছে।

পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেন, “২০২৪ সালের জুলাইয়ে বর্তমান তরুণ নেতৃত্ব ফ্যাসিবাদকে হটিয়ে নতুন স্বপ্ন দেখাতে শিখিয়েছে। আগামি ১০–১৫ বছরে বাংলাদেশে ভিশনারি রাজনীতি গড়ে উঠবে। এজন্য শিক্ষার্থীদের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ে নানাবিধ দক্ষতামূলক প্রশিক্ষণসহ জ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা অপরিহার্য।”

তিনি স্পষ্টভাবে বলেন, দেশের তরুণ প্রজন্মকে ‘ভালো কর্মী’ হিসেবে গড়ে তোলা এবং তাদের সঠিক নেতৃত্বের জন্য প্রস্তুত করা হলে, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা আরও দৃঢ় হবে।

 

 

সর্বাধিক পঠিত