বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ইয়ারপুর ইউনিয়নের এক ইউপি সদস্য মো. আফজাল হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জিরাবো এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আফজাল হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আফজাল হোসেন আশুলিয়ার জিরাবোর কুন্ডলবাগ এলাকার মৃত আলহাজ জমির আলীর ছেলে। তিনি গত বছরের ৫ আগস্টের আগে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় আসামি আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

 

 

সর্বাধিক পঠিত