বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

মাঝ আকাশে বিমানের ফ্লাইটে ঝাঁকি, পড়ে হাত ভাঙল কেবিন ক্রুর

স্টাফ রিপোর্টার :মাঝ আকাশে ঝাঁকুনিতে পড়ে গিয়ে হাত ভেঙেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কেবিন ক্রুর।

শুক্রবার আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমানের বিজি ১২৮ ফ্লাইটে এ ঘটনা ঘটে বলে সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন।

কেবিন ক্রু শাবানা আজমি মিথিলার হাতের কনুইয়ের উপরের হাড় ভেঙে গেছে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বোসরা ইসলাম বলেন, “আবুধাবি থেকে ফেরার পথে কেবিন ক্রু মিথিলা যখন উড়োজাহাজের ভেতরে দাঁড়িয়ে কাজ করছিলেন, তখন হঠাৎ ‘বাম্পিংয়ে’ তিনি পড়ে গিয়ে হাতে আঘাত পান। বিমানের পাইলট ক্যাপ্টেন ইন্তেখাব তখনই চিফ মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করেন প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য।”

কেবিন ক্রু মিথিলার সহকর্মীদের অভিযোগ, পড়ে গিয়ে তার হাতের হাড় ভেঙে দুই টুকরা হলেও ঢাকায় নামার পর তিনি বিমান বন্দরের জরুরি চিকিৎসা সহায়তা পাননি।

তবে বিমানের মুখপাত্র বোসরা ইসলাম বলেন, “ঢাকায় নামার পর তাকে জরুরিভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। তাকে ট্রমা সেন্টার হাসপাতালে নেওয়ার কথা বলা হলেও পরে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হাত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। তিনি এখন বাসায় আছেন।”

ঝাঁকিতে কেবিন ক্রু মিথিলা আহত হলেও কোনো যাত্রী আহত হয়নি।

 

সর্বাধিক পঠিত