সোমবার, 22 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

বছরের শেষ সূর্যগ্রহণ রবিবার, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

ফুলকি ডেস্ক : ‘ব্লাড মুন’-এর রেশ কাটতে না কাটতেই ঘটতে যাচ্ছে আরেক মহাজাগতিক ঘটনা। আগামী রবিবার বছরের শেষ সূর্যগ্রহণ। তবে এটি বাংলাদেশে দেখা যাবে না।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, সূর্যগ্রহণটির ব্যাপ্তিকাল হবে ৪ ঘণ্টা ২৪ মিনিট। বাংলাদেশ সময় রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হবে। সোমবার ২২ সেপ্টেম্বর দুপুর ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণে পৌঁছাবে।

পাশাপাশি একই দিন বিকাল ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সূর্য গ্রহণ নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে দৃশ্যমান হবে।

স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে বিকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে। একই দিন অ্যান্টার্কটিকার যুমন্ট ডিউরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে সর্বোচ্চ গ্রহণে পৌঁছাবে স্থানীয় সময় ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে।

পাশাপাশি অ্যান্টার্কটিকার আলেকজেন্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিমে গ্রহণ শেষে হবে স্থানীয় সময় ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে।

 

সর্বাধিক পঠিত