স্টাফ রিপোর্টার : জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিকেলে ৫টায় এই সমাবেশ শুরু হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর মহানগর শিল্পীগোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করে।
সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও উপস্থিত রয়েছেন।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশে সভাপতিত্ব করছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল।