স্টাফ রিপোর্টার : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিমের সঙ্গে রবিবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক করার কথা রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আখতার আহমেদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিমের সঙ্গে ২২ সেপ্টেম্বর ইসির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সেদিন দুপুরে এই টিম আসবে। তাদের সঙ্গে ইসি কর্মকর্তাদেরও একটা টিম থাকবে।
তিনি বলেন, ইইউ পর্যবেক্ষণ টিম মধ্য সেপ্টেম্বরে দেশে আসার কথা ছিল। সে ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ইসির সঙ্গে বৈঠক করবে তারা। প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দলের তিন জন বিদেশি ও চার জন স্থানীয় পর্যবেক্ষক থাকার কথা রয়েছে।
নির্বাচনের ৭০ শতাংশ কেনাকাটা সম্পন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সামগ্রীর মূল কেনাকাটা চলতি সেপ্টেম্বরে শেষ হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ইতোমধ্যে মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান ব্যাগসহ বেশকিছু সরঞ্জাম এসেছে। ৭০ শতাংশ কেনাকাটার কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে চাহিদা অনুযায়ী সব সামগ্রী পৌঁছে যাবে। এ সময় নির্বাচনি প্রস্তুতি পুরোদমে চলছে বলেও জানান সচিব।
আগামী কমিশন সভায় সংলাপ ও দলের নিবন্ধন চূড়ান্ত
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও অংশীজন তথা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলে জানান ইসি সচিব।
তিনি বলেন, ইতোমধ্যে ২২টি নিবন্ধন আগ্রহী দলের সরেজমিন তদন্ত শেষ হয়েছে। তিন শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের আবেদন করেছে এবং সেপ্টেম্বরের শেষে অংশীজনের সঙ্গে সংলাপের কথা রয়েছে।
সচিব বলেন, সিইসি কানাডা সফর শেষে দেশে ফিরেছেন বৃহস্পতিবার। আগামী রবিবার-সোমবার কমিশন সভা হতে পারে। কমিশন সভায় এসব বিষয়ে আলোচনা করে দল নিবন্ধন চূড়ান্ত, সংলাপ শুরুর নির্ধারিত তারিখ ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত হবে।
এ সময় সংসদীয় সীমানা পুনঃনির্ধারণ নিয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করেছে ইসি। এরইমধ্যে সংক্ষুব্ধ অনেকে আদালতে রিট করেছেন। এমন পরিস্থিতিতে ইসি বলছে, এসব সিদ্ধান্তের বিষয়ে তারা আদালতের দিকে তাকিয়ে আছেন।
এ বিষয়ে ইসি সচিব বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে এখন কথা বলা সমীচিন হবে না।