বৃহস্পতিবার, 18 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

আশরাফ উদ্দিন খান ইমু মারা গেছেন, শুক্রবার জানাজা


স্টাফ রিপোর্টার : সাভারের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, সাবেক সংসদ সদস্য, উপজেলা, সাভার পৌরসভার প্রথম চেয়ারম্যান ও সাভার ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধকালীন সাভার অঞ্চলের এরিয়া কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ইমু মারা গেছেন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সাভারের সর্বস্তরের মানুষের হৃদয়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মরহুমের জানাজা নামাজ সকাল ১০ টায় গেন্ডা বালুর মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিঁনি ছিলেন নির্ভীক সংগ্রামী, জনসেবায় নিবেদিতপ্রাণ এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক।

তাঁর মৃত্যুতে সাভার হারালো এক সৎ, সাহসী ও জনপ্রিয় নেতাকে, আর দেশ হারালো মহান মুক্তিযুদ্ধের এক গর্বিত সন্তানকে। ফুলকি পরিবার ও সাভার নাগরিক ফোরাম, সচেতন নাগরিক কমিটি (সনাক)সাভার উপজেলা শাখা, সাভার নাগিক কমিটিসহ বিভিন্ন  ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

 

সর্বাধিক পঠিত