বৃহস্পতিবার, 18 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

চ্যাম্পিয়নস লিগ আতালান্তাকে উড়িয়ে দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু পিএসজির

ফুলকি ডেস্ক : বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমে যেমন শুরু করার কথা ছিল, ঠিক তেমন শুরুই করল পিএসজি। নিজেদের ঘরের মাঠে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ইতালিয়ান ক্লাব আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল।

পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের শুরুতেই আতালান্তাকে চেপে ধরে পিএসজি। ফল পেতেও খুব একটা দেরি হয়নি প্যারিসিয়ানদের।


ফ্যাবিয়ান রুইজের পাস থেকে স্বাগতিকদের অধিনায়ক মার্কিনিওসের গোলে মাত্র ৩ মিনিটের মাথায় লিড পায় ফরাসি জায়ান্টরা। 
ম্যাচে ফেরার বদলে উল্টো আরো কোণঠাসা হয়ে পড়ে আতালান্তা। একের পর এক আক্রমণে ইতালিয়ান রক্ষণের পরীক্ষা নিতে থাকে ফরাসিরা। তবে আতালান্তা গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চির দৃঢ়টায় ম্যাচে কোনমতে টিকে থাকে সফরকারীরা।


তবে শেষ রক্ষা হয়নি তাদের প্রথমার্ধের ৩৯তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান জর্জিয়ান ফরোয়ার্ড খাভিচা কাভারাস্কেইয়া। 
এর তিন মিনিটের মাথায় বক্সে মার্কিনিওসকে ফাউল করলে পেনাল্টি ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে পেনাল্টি থেকে গোলের সুবর্ণ সুযোগ মিস করেন ব্রাডলি বার্কোলা। এতে ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় এনরিকের দল।

এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজেদের তৃতীয় গোল করতে খুব একটা দেরি করেনি পিএসজি। ম্যাচের ৫১ মিনিটের মাথায় বার্কোলার পাস ধরে দারুণ এক গোল করেন পর্তুগিজ ল্যাফট ব্যাক নুনো মেন্ডেস।

ম্যাচজুড়ে পিএসজির তোপের মুখে বলার মতো কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আতালান্তা। উল্টো ম্যাচের যোগ করা সময়ে পর্তুগিজ ফরোয়ার্ড গঞ্জালো রামোসের গোলে ইতালির রক্ষণের কফিনে শেষ পেরেক ঠুকে ৪-০ ব্যবধানে মাঠ ছাড়ে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা। 

 

সর্বাধিক পঠিত