আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে একটি বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার ছিদ্দিক হোসেনের মালিকানাধীন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে সড়কের অবস্থা খারাপ হওয়ায় একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও অন্যটি স্টেশনে ফিরে আসে।
ফায়ার সার্ভিস আরও জানায়, এ অগ্নিকাণ্ডের ওই বাড়ির একটি টিনসেড ঘরের ২টি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়াও পাশের আরো একটি কক্ষের বেশিরভাগ অংশ পুড়ে যায় এবং অন্য একটি কক্ষ আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল হক জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেন। তবে কক্ষ গুলোর ভিতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে যায়। আমরা ঘটনাস্থলে একটি গ্যাস সিলিন্ডার পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
