বুধবার, 17 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

বিশ্ব রোগী সুরক্ষা দিবস আজ

ফুলকি ডেস্ক : বিশ্ব রোগী নিরাপত্তা দিবস আজ ১৭ সেপ্টেম্বর। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে। ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭২তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে রোগীর সুরক্ষায় বিশ্বব্যাপী পদক্ষেপ কর্মসূচি গৃহীত হওয়ার মাধ্যমে ১৭ সেপ্টেম্বরকে ‘বিশ্ব রোগী নিরাপত্তা দিবস’ ঘোষণা করা হয়।

এবারের প্রতিপাদ্য ‘প্রত্যেক নবজাতক এবং প্রতিটি শিশুর জন্য নিরাপদ যত্ন’।


বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালনের মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী রোগীদের নিরাপত্তা নিশ্চিতের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সবার দৃষ্টি আকর্ষণ করা। 
আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির এ যুগে চিকিৎসার মান, নিরাপদ সেবা, মানবিক আচরণ ও রোগীর অধিকার এখন আন্তর্জাতিক আলোচনার অন্যতম বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর এ দিনটিকে গুরুত্ব দিয়ে পালন করে, যাতে রোগীদের চিকিৎসা প্রক্রিয়ায় অযাচিত ক্ষতি, অবহেলা, অনিয়ম ও জটিলতা হ্রাস করা যায়। রোগীর সুরক্ষা শুধু চিকিৎসাবিদ্যার একটি নীতিই নয়, বরং মানবাধিকারেরও একটি মৌলিক দাবি।


সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও, বিভিন্ন কারণে রোগীর নিরাপত্তা অর্জন একটি জটিল চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে:

স্বাস্থ্যসেবা ব্যবস্থার জটিলতা : আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা অত্যন্ত জটিল, যার মধ্যে রোগী, স্বাস্থ্যসেবা প্রদানকারী, প্রযুক্তি এবং ওষুধের মধ্যে অসংখ্য মিথস্ক্রিয়া জড়িত। এই জটিলতা ত্রুটি এবং প্রতিকূল ঘটনার সম্ভাবনা বৃদ্ধি করে।

সম্পদের সীমাবদ্ধতা : কর্মী, সরঞ্জাম এবং তহবিলসহ সীমিত সম্পদ কার্যকর রোগীর সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে। অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশে, সম্পদের সীমাবদ্ধতা নিরাপদ সেবা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য বাধা সৃষ্টি করে।

মনুষ্য কারণ : স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে মানবিক ত্রুটি একটি অনিবার্য অংশ। ক্লান্তি, চাপ এবং অপর্যাপ্ত প্রশিক্ষণের ফলে এমন ভুল হতে পারে যা রোগীর নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে।

যোগাযোগ ভাঙন : রোগীর নিরাপত্তার জন্য কার্যকর যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা প্রদানকারী, রোগী এবং তাদের পরিবারের মধ্যে ভুল যোগাযোগের ফলে রোগ নির্ণয়, চিকিৎসা এবং যত্নে ত্রুটি দেখা দিতে পারে।

সাংস্কৃতিক বাধা : যে সংস্কৃতি রোগীর নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় না বা ত্রুটি রিপোর্ট করার জন্য দোষমুক্ত পরিবেশকে উৎসাহিত করে না, তা নিরাপত্তা অনুশীলন উন্নত করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

 

সর্বাধিক পঠিত