বুধবার, 17 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

আসন পুনর্বিন্যাস, ইসির গেজেটের বৈধতা প্রশ্নে রুল জারি

 

স্টাফ রিপোর্টার : ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সরকারের সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুজন মনোনয়নপ্রত্যাশীর করা দুই রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব।


এদিকে, সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ ও পুরোনো সীমানা বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিক্ষোভ-অবরোধ কর্মসূচি স্থগিত করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুর থেকে শনিবার পর্যন্ত তা স্থগিত থাকবে। তবে কিছু আন্দোলনকারী পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ভাঙ্গায় যারা সহিংসতা চালিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। আন্দোলনের মধ্যে ফ্যাসিস্টরা ঢুকে সহিংসতা চালিয়েছে। এ ছাড়া গতকাল বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

এর আগে ৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। ফরিদপুর-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজনের পক্ষ থেকে রিটটি করা হয়। নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে গেজেট বাতিলে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। সে নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান রিটের পক্ষের আইনজীবী।

সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদে বলা আছে, ‘এই সংবিধানের ১২৪ অনুচ্ছেদের অধীন প্রণীত বা প্রণীত বলিয়া বিবেচিত নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ, কিংবা অনুরূপ নির্বাচনী এলাকার জন্য আসন-বণ্টন সম্পর্কিত যে কোনো আইনের বৈধতা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না;’ আর জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১-এর ৭ ধারায় বলা আছে, ‘এই আইনের অধীন কৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন, বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না।’ তাহলে আদালত কোন এখতিয়ারে রুল জারি করেছেন– জানতে চাইলে আইনজীবী পল্লব বলেন, ‘সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো প্রতিকারের সুযোগ নেই। যে কারণে আমরা সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও ধারাটিকেও রিটে চ্যালেঞ্জ করেছি। আদালত রুল জারি করেছেন।’

এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী ড. শাহ্‌দীন মালিক বলেন, ‘আদালতে কোনো বিষয় চ্যালেঞ্জ করে রিট করা যাবে না– এটি একেবারেই সঠিক নয়। যদি বিরাট অন্যায় বা ক্ষতি হয়ে থাকে, তাহলে তো করাই যাবে। আর আদালত তো নির্বাচন কমিশনের কার্যক্রম স্থগিত করেননি। নির্বাচন কমিশন যেটি করেছে, সেটি আদালতে চূড়ান্তভাবে বেঠিক দেখানো মুশকিল হয়ে যাবে। আর যদি স্থগিতও করেন, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করবে। আদালত বুঝেশুনেই রুল দিয়েছেন।’

বিক্ষোভ-অবরোধ শনিবার পর্যন্ত স্থগিত
সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ ও পুরোনো সীমানা বহালের দাবিতে ভাঙ্গা উপজেলায় বিক্ষোভ-অবরোধ কর্মসূচি স্থগিত করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ। গতকাল দুপুর থেকে শনিবার পর্যন্ত তা স্থগিত থাকবে। তবে দাবি পূরণ না হলে আগামী রোববার নতুন করে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে পরিষদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

সর্বদলীয় ঐক্য পরিষদের প্রতিনিধিত্বকারী এবং আলগী ইউনিয়নের বাসিন্দা পলাশ মিয়া বলেন, দুপুর দেড়টায় ভাঙ্গা ঈদগাহ জামে মসজিদ চত্বরে সর্বদলীয় নেতাদের উপস্থিতিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেছ আলী ইছা।

পাঁচ দফা স্থানীয়দের
সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, সড়কের পাশে কিছু আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। তারা পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ফরিদপুর-৪ আসনের সঙ্গে আলগী ও হামিরদী ইউনিয়নকে যুক্ত করার দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খান বলেন, আন্দোলন ঘিরে গঠিত ‘সর্বদলীয় ঐক্য পরিষদ’-এর প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে বিনা শর্তে মুক্তি দিতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে, রাতের বেলায় প্রশাসন দিয়ে হয়রানি করা যাবে না এবং নতুন করে মামলা দেওয়া যাবে না। গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে আলাদা করে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এর পর থেকে ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা।

ফ্যাসিস্টরা ঢুকে সহিংসতা চালিয়েছে: ডিআইজি রেজাউল
সোমবার রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার আবদুল জলিলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভাঙ্গা থানা কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিআইজি রেজাউল বলেন, ভাঙ্গায় যারা সহিংসতা চালিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। আন্দোলনের মধ্যে ফ্যাসিস্টরা ঢুকে সহিংসতা চালিয়েছে। তাদের অবশ্যই আইনের আওতায় আনব। তাদের গ্রেপ্তার করতে আমি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।

ভাঙ্গার আন্দোলনের ঘটনায় সোমবার চার-পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনা এবং সরকারি স্থাপনা যারা ক্ষতিগ্রস্ত করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ইউনিয়ন দুটিকে পুরোনো আসনে রাখার বিষয়টি পুনর্বিবেচনাকরণে রাতেই নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভাঙ্গা উপজেলা পরিষদ, নির্বাচন কার্যালয়সহ কয়েকটি সরকারি দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতির পরিমাণ দুই কোটি টাকার বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাগেরহাটে নির্বাচন কার্যালয় ঘেরাও
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মী মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হন। তারা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কার্যালয়ের প্রধান ফটকের সামনে ছিলেন।

এদিকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না– তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রুল জারি করেন।

 

সর্বাধিক পঠিত