রবিবার, 13 জুলাই 2025
MENU
daily-fulki

পটিয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ

বসুন্ধরা শুভসংঘ পটিয়া উপজেলা শাখার উদ্যোগে পটিয়া বাইপাস মোড়সংলগ্ন এলাকায় আজ শনিবার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সবুজ বাংলাদেশ বিনির্মাণে ওই কর্মসূচি নিয়েছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। 

বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি সাজ্জাদ হোসাইন, সদস্য মইনুদ্দিন আরিফ।

বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করাসহ প্রাকৃতিক দুর্যোগ রোধে ভূমিকা রাখে, জীববৈচিত্র্য রক্ষা করে। তাই পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটিয়া উপজেলায় বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ। 

বসুন্ধরা শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম জুয়েল বলেন, ‘পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। তাই আমরা গাছ ও পরিবেশে গাছের গুরুত্ব নিয়ে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি।

পরিবেশ নিয়ে বসুন্ধরা শুভসংঘ সারা দেশেই নানা আয়োজন করেছে। অপরিকল্পিতভাবে গাছ কাটার ফলে পরিবেশ আজ বিপর্যয়ের পথে। পরিবেশ রক্ষায় পটিয়ায় বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন। আমরা সমগ্র পটিয়াজুড়ে গাছ লাগাব।

বসুন্ধরা শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার উপদেষ্টা মো. সাইফুদ্দিন বলেন, ‘শুভসংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের পাশে থেকে কাজ করে আসছে। আমরাও এই ভালো কাজের অংশ হতে পেরে ভালো লাগছে। আমরা ভবিষ্যতে আরো বড় উদ্যোগে নিতে চাই বসুন্ধরা শুভসংঘ থেকে।’

পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ আগামীর জন্য একটি সবুজ বার্তা হয়ে থাকবে। প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ লাগিয়ে যত্ন নিলে তবেই বাংলাদেশ হয়ে উঠবে সবুজ-শ্যামল—এমনটিই প্রত্যাশা করলেন পটিয়া শাখার সদস্যরা।

 


 


News Writer

SB

সর্বাধিক পঠিত