মঙ্গলবার, 16 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

সাভারের শব্দ দূষণের অভিযোগে সাতটি পরিবহনকে জরিমানা, তিনটি ট্রাক জব্দ


স্টাফ রিপোর্টার : শব্দ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষার উদ্যোগে সাভারের বলিয়ারপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।


অভিযানের সময় শব্দ দূষণের অভিযোগে সাতটি পরিবহনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মহাসড়কে উন্মুক্তভাবে বালি বহনের অভিযোগে তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ জানান, “মহাসড়কে পরিবেশ দূষণ রোধে আমরা কঠোর অবস্থানে আছি। এই অভিযানের মাধ্যমে যানবাহন থেকে সৃষ্ট শব্দ দূষণ ও উন্মুক্তভাবে বালি পরিবহনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই মহাসড়কে যানবাহনের শব্দ এবং অনিয়মিত পরিবহনের কারণে এলাকায় দূষণ ও যানজটের সমস্যা ছিল। অভিযানের ফলে এ সমস্যা কমবে বলে আশা প্রকাশ করছেন তারা।

সর্বাধিক পঠিত