স্টাফ রিপোর্টার : সাভারে একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
এরআগে মঙ্গলবার ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. ফারুক মিয়া (৩২) নুরুল আমিন ওরফে লাল (২৮), আলমগীর হোসেন (৩০) রাব্বি (২৭) ও সোহেল রানা (২৫)
থান পুলিশ জানায়, গত ১০ আগস্ট সাভারের কলমা এলাকায় অবস্থিত আমির নিট টেক্সটাইল কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা কারখানা থেকে ১০ টন সূতা, একটি সিপিইউ, একটি মনিটর ও একটি প্রিন্টার মেশিনসহ মূল্যবান মালপত্র ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ মামলা করলে পুলিশ ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ক্যাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ভোররাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হলে তিনজন ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং বাকি তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ডাকাতদলের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।