মঙ্গলবার, 16 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

চাকসু নির্বাচনে প্যানেল দিচ্ছে না বাগছাস

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কোনো প্যানেল দিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তবে কেউ চাইলে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারবেন।


মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির চবি শাখার সদস্য সচিব আল মাশনূন। আল মাশনূন বলেন, আমরা রাজনৈতিকভাবে চাকসুতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোন প্রার্থী এককভাবে চাইলে নির্বাচনে অংশ নেবেন। এর কারণ জানতে চাইলে পরবর্তীতে জানাবেন বলেন তিনি।


এদিকে আজ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম বিক্রি শেষ হতে যাচ্ছে। সে হিসেবে সকাল সাড়ে ৯টা থেকে শেষ দিনের মতো চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিক্রি কার্যক্রম চলছে।

চাকসু ভবনের দ্বিতীয় তলায় অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয় ফরম বিক্রি। সোমবার পর্যন্ত প্রথম দুই দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে ১৬৯ টি ফরম বিক্রি হয়েছে।


সকাল থেকেই বৃষ্টি বাধা উপেক্ষা করে মনোনয়ন সংগ্রহ করতে আসেন শিক্ষার্থীরা। শেষ দিনের চাপ সামলাতে বাড়তি জনবল নিয়োগ করেছে কমিশন। স্বতন্ত্র কিংবা প্যানেলের অংশ হিসেবে ফরম সংগ্রহ করছেন শিক্ষার্থীরা।

তফসিল অনুযায়ী আগামীকাল ১৭ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।

 

সর্বাধিক পঠিত