শনিবার, 12 জুলাই 2025
MENU
daily-fulki

কালিয়াকৈরে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জের নিকলী এলাকার ধনু মিয়ার ছেলে জীবন মিয়া (৩৫) ও লালমনিরহাটের আব্দুল আজিজের ছেলে জামরুল ইসলাম (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার ভোররাতে পুলিশ চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে টহল দিচ্ছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যান ও ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই ফেনসিডিল কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হবে।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত