মঙ্গলবার, 16 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় রস্তম আলী (৪০) এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের  আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত রস্তম আলী নীলফামারীর জলঢাকা থানার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এক যুবককের মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন তারা।


আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান  বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মূলত হত্যাকারীরা ওই যুবককে অন্য স্থানে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছেন। নিহতের গলায় একটি গুলির চিহ্ন রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

 

সর্বাধিক পঠিত