আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে মো. সিদ্দিকুর রহমান (৩৮) নামে এক জামাতা আত্মহত্যা করেছেন। শনিবার (১২ জুলাই) উপজেলার বড়বগি ইউনিয়নের সওদাগরপাড়া গ্রামে ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর পার্শ্ববর্তী আমতলী উপজেলার কুকুয়া গ্রামের মৃত আজহার মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, সিদ্দিকুর রহমান শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।
পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। শনিবার সকালে বাড়ির সামনে রেইনট্রি গাছের সঙ্গে তার মরদেহটিকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল পাঠায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।