সোমবার, 15 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

সাভারে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার

 

স্টাফ রিপোট : সাভারের বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে মুক্ত আলোচনা সোমবার (১৫ সেপ্টেম্বর) সাভার ওয়াইএমসিএ ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) সাভার এ কর্মসূচির আয়োজন করে। এতে সনাক ও সনাক’র তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউিনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র শতাধিক সদস্য অংশ নেয়। অনুষ্ঠানে বক্তাগণ সাভারের সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সনাক সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়-এর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র কোঅর্ডিনেটর মো: আতিকুর রহমান। সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সহসভাপতি শ্রাবন্তী ঘোষ, এ্যাডভোকেট মো: নজরুল ইসলাম, সদস্য-বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো: আ: খালেক, বীর মুক্তিযোদ্ধা আখম সিরাজুল ইসলাম, সিরাজুল হক (সীমান্ত সিরাজ) প্রমুখ ব্যক্তিবর্গ।

মুক্ত আলোচনায় সনাক সদস্যগণের পাশাপাশি ইয়েসের পক্ষ থেকে দলনেতা রায়হান সিকদার, তানজিলা ইসলাম জান্নাত, আব্দুল্লাহ হাজ্জাদ স্বাধীন, আমিনবাজার উপস্বাস্থ্য কেন্দ্রের এসিজি সহসমন্বয়ক মো: আ: মতিন, জামসিং এসিজি সমন্বয়কারী মো: আলম মিয়া, ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজের এসিজি সহ-সমন্বয়কারী লিমন হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসিজি সমন্বয়কারী আ: রহিম, রিনা আক্তার, বলিয়ারপুর সরকারী প্রাইমারী বিদ্যালয়ের এসিজি সমন্বয়কারী মো: দেলোয়ার হোসেন, সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের এসিজি সদস্য আরিফা আক্তার, ভূমি খাতের এসিজি সদস্য এ্যাডভোকেট মো: হুমায়ুন শেখ এবং রাজাসন এসিজি সমন্বয়কারী এসএম আব্দুল বাতেন প্রমুখ ব্যক্তিবর্গ তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

মুক্ত আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো: আ: খালেক সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান এবং সনাক সভাপতি অধ্যাপক দীপক কুমার রায় তার সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। 
 

সর্বাধিক পঠিত