সোমবার, 15 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

সাভার মডেল কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ


স্টাফ রিপোর্টার : সাভার মডেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর এলাকার শাহীবাগে কলেজ অডিটরিয়ামে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সচিব প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম এবং বিশেষ  অতিথি ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে সতর্ক করে বলেন, একটি বইয়ের জ্ঞান মানুষের মাথায় যেখানে ১০ বছর থাকে, সেখানে মোবাইলের জ্ঞান থাকে মাত্র ১০ সেকেন্ড। তিনি শিক্ষকদের পাশাপাশি বাবা মা’র নির্দেশনা মেনে চলার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।


বিশেষ অতিথি অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ নবীন বলেন, সাভার মডেল কলেজে ভর্তি হওয়ার সময় যে সকল শিক্ষার্থী এসএসসি’তে জিপিএ ৫ ছিল না, আমি আশা রাখি আগামীতে তোমরা এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে তোমরা সবাই পাশ করবে। তিনি এ সময় আরো বলেন, তোমাদের মধ্যে লুকিয়ে আছে আগামীর ভবিষ্যৎ। তোমাদের থেকেই আগামীতে বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী হয়ে দেশের হাল ধরবে ইনশাআল্লাহ।   এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মনসুর আলী, সিনিয়র প্রভাষক মো: রাশেদুল ইসলাম, প্রভাষক নূর তানজিমা ফেরদৌস এবং অভিভাবকদের পক্ষ থেকে যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষক মো: আমির হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষের ছাত্রী নাজিফা নাওয়ার, নবীন শিক্ষার্থী সাবিনা আক্তার ও আব্দুল্লাহ আকিল প্রমুখ।

 

সর্বাধিক পঠিত