সোমবার, 15 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

মানিকগঞ্জে সেলফী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহনের ধাক্কায় রিয়াদ রেজা (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের উপজেলার পাটুরিয়া ঘাটের প্রবেশপথ আরসিএল মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রিয়াদ উপজেলার তেওতা ইউনিয়নের গান্ধাইল গ্রামের রেজাউলের ছেলে। 


মোটরসাইকেলে থাকা রিয়াদ রেজার বন্ধু রোমানকে (২০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,  সোমবার দুপুরের দিকে রিয়াদ ও তার বন্ধু রোমান মোটরসাইকেল নিয়ে আরিচা থেকে পাটুরিয়া ঘাটের রিভারভিউ হোটেলে খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে ঘাটের প্রবেশপথ আরসিএল মোড়ের কাছে চলন্ত অবস্থায় সেলফি পরিবহন (ঢাকা মেট্রো-১৪-২৩৯৪) দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে রিয়াদ রেজা নিহত হন।


অন্যদিকে রোমান গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যান। 
নিহত রিয়াদের এক আত্মীয় বলেন, ‘রিয়াদ ছিলেন খুব হাসি-খুশি স্বভাবের। এবার তেওতা একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।


এই সেলফি পরিবহন তার তাজা প্রাণ কেড়ে নিল। আমরা এর বিচার চাই।’


বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সর্বাধিক পঠিত