শনিবার, 12 জুলাই 2025
MENU
daily-fulki

আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার : আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

 

শুক্রবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বিশেষ সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

গোলাম পরওয়ার বলেন, আমরা ইতিহাসের বিশেষ একটি সময় অতিবাহিত করছি। ঢাকা মহানগরী উত্তরের সব জনশক্তিকে ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের ত্রয়োদশ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে। শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া-পাওয়া। জাতীয় সমাবেশ হলো তার টাার্নিং পয়েন্ট। তার সফল বাস্তবায়নে এখন থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, আমার জীবন, চিন্তা-চেতনা, অনুভূতি সবই আল্লাহর জন্য। সব কিছুর মালিক আল্লাহ। সব কিছু আল্লাহর নিয়ম-বিধিতে চলবে, এটাই চিরন্তন বাস্তবতা। আর শপথের মাধ্যমে আমাদের জীবনকে সেই মহান সত্তার কাছে সোপর্দ করেছি। মহান আল্লাহর নির্দেশের বাইরে যাওয়া যাবে না।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত।

একইস্থানে এদিন বিকালে জুলাই বিপ্লবের শহীদ পরিবার, পঙ্গুত্ববরণকারী ও আহতদের নিয়ে মতবিনিময় সভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এ সময় শহীদদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন। অনেকেই শহীদদের স্মৃতি বর্ণনা করে আবেগাপ্লুত হয়ে পড়েন। 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, জুলাই শহীদেরা রক্ত দিয়ে মুক্ত পরিবেশ তৈরি করেছে বলে আমি বাংলাদেশে ফিরে আসতে পেরেছি। মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি। আমার দেশ পত্রিকা শহীদদের নিয়ে নিয়মিত ধারাবাহিক নিউজ করছে। আমরা জুলাই শহীদদের ভুলতে দেব না। তাদের বীরত্বের কাহিনী প্রচার করব। 

তিনি বলেন, খুনি শেখ হাসিনা নিজেই গণহত্যার নির্দেশদাতা। আমি আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত তার বিচারের কাজ সম্পন্ন করবে। ভারত সরকারকে বলব খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, অনতিবিলম্বে তাকে বাংলাদেশ পাঠান। 

দেশের রাজনৈতিক দলগুলোকে আমার দেশ সম্পাদক বলেন, শহীদদের নিয়ে দলীয়করণ করবেন না, তারা আমাদের সম্পদ। ভারতীয় সাম্রাজ্যবাদের দোসর ও শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ যাতে ক্ষমতায় আসতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানান তিনি।

সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লব এবং আধিপত্যবাদবিরোধী লড়াকু সৈনিক ও একজন মহানায়ক হলেন ড. মাহমুদুর রহমান। কিছু রাজনৈতিক দল চব্বিশ নিয়ে টপ্পিনী কাটে, যা দুঃখজনক। আপনাদের আস্ফালন জুলাই যোদ্ধাদের সামনে টিকবে না। ৫ আগস্টের পর আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় জামায়াত কর্মীরা শহীদ পরিবার ও আহতদের দেখভাল করা, তাদের পাশে থাকার চষ্টো করছে। সেলিম উদ্দিন অবিলম্বে ৫ আগস্টের মধ্যে সব পরিবারকে পুনর্বাসন করা, তাদের সুরক্ষা আইন, আহতদের প্রয়োজনে বিদেশে চিকিত্সা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।


News Writer

SB

সর্বাধিক পঠিত